কলকাতা টুডে ব্যুরো: বর্তমানে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সরগরম ভারতীয় ক্রিকেট থেকে শুরু করে রাজ্য রাজনীতি। কেন তাকে BCCI পদ থেকে সরানো হল তা নিয়ে চলছে জোর চর্চা। গত মঙ্গলবারই BCCI সভাপতি পদ থেকে বিদায় নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়কের। সৌরভের জায়গায় বিসিসিআই সভাপতি হতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ১৯৮৩ বিশ্বজয়ী দলের সদস্য Roger Binny। BCCI এর এই রতবদলের পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা।
এই পরিস্থিতিতে নিজের শহর কলকাতাতেই প্রথমবার এই নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। তুলে ধরলেন প্রশাসক পদে থাকার তিন বছরের সাফল্যের খতিয়ান। এদিন বন্ধন ব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এদিন তিনি বলেন, ‘ আমি পাঁচ বছর CAB-এর সভাপতি ছিলাম। আমি তিন বছর BCCI-এর সভাপতি ছিলাম। এই সবের শর্ত আছে যে পরে আপনাকে ছেড়ে যেতে হবে এবং যেতেই হবে। একজন ক্রিকেটার হিসেবে চ্যালেঞ্জটা অনেক বেশি। একজন প্রশাসক হিসেবে, আপনাকে অনেক অবদান রাখতে হবে। আপনাকে দলের জন্য জিনিসগুলিকে আরও ভাল করতে হবে। আমি একজন খেলোয়াড় হিসেবে, যে দীর্ঘ সময় ধরে খেলেছি, সেটা বুঝতে পেরেছি। আমি এটি পুরোপুরি উপভোগ করেছি।’
তিনি আরও বলেন, ‘গত তিন বছরে ভারতীয় ক্রিকেটে অনেক কিছু হয়েছে। করোনা মহামারীর সময়ে আমরা সফলভাবে আইপিএল আয়োজন করেছি। বিদেশের মাটিতে ভারতীয় দলের সাফল্য এসেছে। কমনওয়েলথ ভারতীয় মহিলা দল রুপো জয় করেছে। প্রশাসক হিসাবে দুর্দান্ত মুহূর্ত ছিল। আপনি চিরকাল খেলতে পারবেন না এবং আপনি চিরকাল প্রশাসক থাকতে পারবেন না।’