কলকাতা টুডে ব্যুরো: অসুস্থ ডোনা গঙ্গোপাধ্যায়,উডল্যান্ডস হাসপাতালে ভর্তি BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। সূত্রের খবর, চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা। চিকিৎসক সপ্তর্ষি বসুর অধীনে চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাতের থেকে এখন ডোনার পরিস্থিতি তুলনামূলক ভাল। তবে সৌরভ-পত্নীর অসুস্থতায় বেহালার বাড়িতে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, নবমীর রাতে আচমকাই অসুস্থ বোধ করেন ডোনা। সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে উপসর্গ দেখে তাঁর ডেঙ্গি হয়েছে বলে প্রথমে অনুমান করেন চিকিৎসকেরা। সেই মতো ডেঙ্গি পরীক্ষা করানো হয় ডোনার। কিন্তু রিপোর্টে তেমন কিছু আসেনি। এর পর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। তার পর জানা যায়, আসলে চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভ-পত্নী। তার পর ডেঙ্গির চিকিৎসা শুরু হয় তাঁর। বুধবার সকালে ডোনার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।
উডল্যান্ড হাসপাতালে চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন ডোনা। হাসপাতাল সূত্রে খবর, গায়ে জ্বর রয়েছে ডোনার। ব্যথাও অনুভব করছেন। এ ছাড়াও শরীরে র্যাশ রয়েছে তাঁর। তাঁকে ওষুধ দেওয়া হয়েছে। আজই ডোনাকে দেখতে হাসপাতালে যেতে পারেন সৌরভ।