কলকাতা টুডে ব্যুরো:এবার নয়া ইনিংস শুরু করতে চলেছেন। নিজেই সেই ঘোষণা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোন ময়দানে নয়া ইনিংস শুরু করতে চলেছেন, তা অবশ্য স্পষ্ট করেননি প্রাক্তন ভারতীয় অধিনায়ক। তবে সৌরভের বিজ্ঞপ্তি থেকে অনেকের ধারণা, সম্ভবত ক্রিকেট দুনিয়ার বাইরে পা রাখতে চলেছেন সৌরভ।
— Sourav Ganguly (@SGanguly99) June 1, 2022
সৌরভ এদিন টুইটারে লেখেন, “১৯৯২ সালে ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল আমার। ২০২২ সালে ৩০ বছর পূর্ণ হল। এই সময়ের মধ্যে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাদের সকলের সমর্থন পেয়েছি। এই সফরের সঙ্গে যুক্ত সকল মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা সাহায্যেই আজ আমি এখানে আসতে পেরেছি। আমি পরিকল্পনা করছি নতুন কিছু শুরু করার। আশা করি অনেক মানুষকে সাহায্য করতে পারব। আশা করি আমার জীবনের নতুন অধ্যায়ে আপনারা এভাবেই আমাকে সমর্থন করবেন।”
রাজনীতিতে যাওয়ার প্রস্তাব সৌরভের কাছে রয়েছে দীর্ঘদিন ধরেই। সম্প্রতি অমিত শাহ সৌরভের বাড়িতে এসে নৈশভোজও সেরে গিয়েছেন। সৌরভের ঘনিষ্ঠ মহল জানিয়েছে যে, সৌরভ আইসিসি-র প্রেসিডেন্ট হওয়ার কথা ভাবছেন। সেক্ষেত্রে সৌরভকে বিসিসিআই সভাপতি পদে থাকতেই হবে।