কলকাতা টুডে ব্যুরো:জামাইষষ্ঠীর দিনেও জমজমাট ছিল শোভন-বৈশাখীর সংসার। আয়োজনের খামতি ছিল না এতটুকুও। পঞ্চব্যঞ্জন রেঁধে শোভনকে কার্যত জামাই-আদরে ষষ্ঠী পালন করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মেয়েকে সঙ্গে নিয়েই সেরে ফেললেন সমস্ত আচার অনুষ্ঠান।
গোলপার্কের ফ্ল্যাটে ঘটা করে পালন হল জামাই ষষ্ঠী। সাধারণত শাশুড়িরা জামাই বরণ করেন। বৈশাখী বলেছেন, এই দায়িত্ব তাঁর মায়ের হলেও মায়ের কথা মতো তিনিই সব আয়োজন করেছেন।
আরও পড়ুনঃ দেখে নিন তারকাদের জামাইষষ্ঠী
জানা গিয়েছে, বৈশাখীর মা খুব অসুস্থ। তাই জামাই বরণে থাকতে পারেননি। তাই নিজেই কোমর বেঁধে সব আয়োজন সারেন বৈশাখী। নিজেই শোভনের শাশুড়ির ভূমিকাও পালন করেছেন বৈশাখী।