Home সংবাদবর্তমান ঘটনা Sri Lanka Crisis:শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমসিঙ্ঘে

Sri Lanka Crisis:শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমসিঙ্ঘে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমসিঙ্ঘে। এক মাস আগে তাঁকে দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী করেছিলেন দেশের তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সম্প্রতি তিনি পদত্যাগ করায় রনিল অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। এ বার তাঁকেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হল।

১৩৪টি ভোট পড়ে তাঁর সমর্থনে। ফলে বিরাট ব্যবধানে জয়ী হলেন তিনি। রনিলের প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলহাপেরুমার সমর্থনে ৮২টি ভোট পড়ে। বামপন্থী নেতা আনুরা কুমার দিসনায়ক মাত্র তিনটি ভোট পান। ভোটাভুটিতে শ্রীলঙ্কার ২২৫ আসনের পার্লামেন্টে মোট ২১৯টি ভোট বৈধ বলে বিবেচিত হয়। বাতিল হয় চারটি ভোট।

এর আগে, মোট ছয়বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন রনিল। গদিচ্যূত গোতাবায়া রাজাপক্ষের শ্রীলঙ্কা পদুজন পেরামুনা দলের সমর্থনেই জয়ী হলেন রনিল,যা নিয়ে দেশের একটি বড় অংশের মানুষ আপত্তি তুলে আসছিলেন।

Topics

Sri Lanka  President Ranil Wickremesinghe Administration Kolkata

Related Articles

Leave a Comment