Home সংবাদবর্তমান ঘটনা Sri Lanka Crisis:শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে, শুরু বিক্ষোভ

Sri Lanka Crisis:শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে, শুরু বিক্ষোভ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমাসিঙ্ঘে।তবে শ্রীলঙ্কার সাধারণ মানুষ কিন্তু বিক্রমাসিঙ্ঘেকে প্রেসিডেন্ট হিসেবে একেবারেই চান না।

বিক্ষোভ শেষ নয়, হয়ত ফের নতুন করে শুরু হতে চলেছে শ্রীলঙ্কায়। জনরোষের হাত থেকে বাঁচতে গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালান। আপাতত মালদ্বীপে তিনি। সেখান থেকেই ইস্তফাপত্র পাঠান। তারপর অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাচ্ছিলেন দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে। তিনিই শেষ অবধি হলেন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন রনিল বিক্রমাসিঙ্ঘে। কারণ বিক্রমাসিঙ্ঘের প্রার্থীপদ নিয়ে অসন্তুষ্ট শ্রীলঙ্কার সাধারণ মানুষ। তাই শ্রীলঙ্কায় বিক্ষোভ আরও জোরদার হওয়ার সম্ভাবনা।  এটা ঘটনা, ৭৩ বছরের বিক্রমাসিঙ্ঘেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছিল গোতাবায়ার দল, এসএলপিপি। অতীতে ৬ বার দেশের প্রধানমন্ত্রীর পদ সামলেছেন বিক্রমাসিঙ্ঘে।

Topics

Sri Lanka Ranil Wickremesinghe Protest Administration Kolkata

Related Articles

Leave a Comment