বলিউড বাদশাহ শাহরুখ কন্যা সুহানা সম্প্রতি সিনেমা জগতে পা রেখেছেন, আর ছেলে আরিয়ান পোশাকের ব্যবসায় নামছেন। তবে সুহানা কিন্তু তার প্রথম চলচ্চিত্র দিয়ে দর্শকদের মন জয় করতে পারেনি, তবে আরিয়ানের ব্যবসা সমৃদ্ধ হচ্ছে বলে মনে হচ্ছে। তাই এই সময় শাহরুখ নিজেই তার ছেলে ও মেয়ে দুজনের কেরিয়ার সামলাতে, মাঠে নামলেন নিজেই।
এমনকি তিনি তার মেয়েকে সাথে নিয়েই তার ছেলের পরিচালনায় বিজ্ঞাপনও সেরে ফেলেছেন যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ছেলে যে বাবার মতো অভিনেতা হবে তা নিয়েই জল্পনা ছিল দর্শক মহলে। কিন্তু, আরিয়ান যে বাবার মতো অভিনেতা হতে চাইছে না বরং অভিনয়ের চেয়ে ব্যবসায় বেশি আগ্রহ তা আশা করাই যায়। শুরুতে অবশ্য শোনা যাচ্ছিলো যে তিনি পরিচালনায় আসবেন , কিন্তু সে পরিকল্পনা এখন বদলে গেছে বলেই মনে হচ্ছে। এরপর হঠাৎ করেই খবর আসে আরিয়ান তার নিজের অ্যালকোহল ব্র্যান্ড লঞ্চ করেছে। কিন্তু এখন শাহরুখের ছেলে পোশাকের ব্যবসা করছেন, যার নাম ‘ডায়াভেল ডট এক্স’। আর এই আসন্ন পোশাক কোম্পানিরই প্রচারের অঙ্গ হয়েছেন শাহরুখ নিজেই।
অন্যদিকে, বলিউডের গুজব অনুসারে, পরিচালক সুজয় ঘোষের নতুন থ্রিলার ছবিতে শাহরুখ ও সুহানা দুজনকেই একসঙ্গে দেখা যাবে।