Home সংবাদসিটি টকস ‘আমার আমলে কোনও দুর্নীতি হয়নি’,দাবি প্রাক্তন SSC চেয়ারম্যান সুবীরেশের

‘আমার আমলে কোনও দুর্নীতি হয়নি’,দাবি প্রাক্তন SSC চেয়ারম্যান সুবীরেশের

'আমার আমলে কোনও দুর্নীতি হয়নি', বিমানবন্দরে দাবি প্রাক্তন SSC চেয়ারম্যান সুবীরেশের।বুধবার প্রায় ১০ ঘণ্টা ধরে তাঁর বাড়ি ও অফিসে অভিযান চলে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:’আমার আমলে কোনও দুর্নীতি হয়নি’, বিমানবন্দরে দাবি প্রাক্তন SSC চেয়ারম্যান সুবীরেশের।বুধবার প্রায় ১০ ঘণ্টা ধরে তাঁর বাড়ি ও অফিসে অভিযান চলে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিল করে দেওয়া হয় বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাট। তল্লাশি চলে সুবীরেশ ভট্টাচার্যের উত্তরবঙ্গের বাংলো ও অফিসেও।

বাগ কমিটির রিপোর্টে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের নাম রয়েছে বলেই খবর। তার জেরেই নিয়োগে দুর্নীতিতে সুবীরেশ ভট্টাচার্যকে সমন পাঠিয়েছিল সিবিআই। সেই জন্য হাজিরা দিতেই বৃহস্পতিবার সকালে সস্ত্রীক বিমানে শিলিগুড়ি থেকে কলকাতায় এলেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, নিয়োগ সংক্রান্ত কোনও দুর্নীতি হয়নি।

বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ  সস্ত্রীক সুবীরেশ ভট্টাচার্যকে শিলিগুড়ির আবাসন থেকে বেরোতে দেখা যায়। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দিকে না গিয়ে বাগডোগরা বিমানবন্দরের দিকে রওনা দেন। বিমানবন্দরে ঢোকার সময় সাংবাদিকদের সম্পূর্ণ এড়িয়ে যান সুবীরেশ ভট্টাচার্য। তবে দমদম বিমানবন্দরে পৌঁছে তাঁকে ফের সাংবাদিকদের মুখোমুখি হতে হয়। সুীরেশ ভট্টাচার্য জানিয়ে দেন, নিয়োগ সংক্রান্ত কোনও দুর্নীতি হয়নি। পাশাপাশি কলকাতায় তিনি নিজের ফ্ল্যাটেই উঠবেন বলে দাবি করেন। সাংবাদিকদের প্রশ্নর উত্তরে উপাচার্য বলেন, ‘বাড়ি যাচ্ছি’। এরপর তিনি দাবি করে বলেন, ‘কোনও দুর্নীতি করিনি। ওদের জিজ্ঞাসা করুন কী পেয়েছে বিশ্ববিদ্যালয়ে।

Topics

SSC Scam  CBI Subiresh Bhattcharya Administration Kolkata

Related Articles

Leave a Comment