কলকাতা টুডে ব্যুরো: SSC নিয়োগকাণ্ডে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায় । শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’ মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করল সিবিআই। নিয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ছিলেন কল্যাণময়। SSC নিয়োগকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এদিন ফের তাঁকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। ৬ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল তাঁকে।
SSC নিয়োগকাণ্ডে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’ মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করল সিবিআই। pic.twitter.com/hbKMcQC4mQ
— Kolkatatoday (@KolkatatodayCom) September 15, 2022
বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ নিজাম প্যালেসে এসেছিলেন কল্যাণময়। সঙ্গে ছিলেন তিন আইনজীবীও। উল্লেখ্য, আগেও একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। ইডিও তাঁর বাড়িতে হানা দিয়েছিল। এমনকী তাঁর দফতরে নিয়ে গিয়েও একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, একাধিক নথি তাঁর কাছ থেকে চাওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে বলে খবর। সূত্রের খবর, শিক্ষক নিয়োগে তাঁর ভূমিকা নিয়ে সন্দেহ বাড়ে তদন্তকারীদের। দশ বছর মধ্যশিক্ষা সভাপতির পদে থাকাকালীন কী ভূমিকা ছিল কল্যাণময়ের, কার নির্দেশে তিনি কাজ করতেন, একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সম্ভবত সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। শোনা যাচ্ছে, বহু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। কিছু ক্ষেত্রে দাবি করেন, নথি তাঁর কাছে নেই। তার পরই গ্রেফতারি।
Topics
SSC Scam CBI Education Schools Administration Kolkata