কলকাতা টুডে ব্যুরো: শুক্রবার আলিপুরে বিশেষ আদালতে পেশ করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। আদালতে পেশ করা হলে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি দাবি করেন,”স্ক্যান করা সই ব্যবহার করা হয়েছে। নিজে কোনও নিয়োগপত্রে স্বাক্ষর করিনি।” নিয়োগপত্র দিত স্কুল সার্ভিস কমিশন, আদালতে দাবি কল্যাণময়ের। “আমি কোনও পরীক্ষা নিইনি, ইন্টারভিউ নিইনি, নিয়োগপত্র দিইনি,” দাবি কল্যাণময়ের।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তারপর SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন সচিব অশোক সাহা, আর এবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। SSC নিয়োগকাণ্ডে আরও এক হেভিওয়েট গ্রেফতারি। গতকাল CBI-এর হাতে গ্রেফতার হন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এদিন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরের ১২ নম্বর কোর্টে পেশ করা হয়। সেই কোর্টেই আনা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। দুজনকে পাশাপাশি বসে নিজেদের মধ্যে কথা বলতে দেখা যায়, খবর সূত্রের। এরপর শুরু হয় নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের দাবি, “নিয়োগপত্রে ব্যবহার করা হয়েছে স্ক্যান করা সই। নিজে কোনও নিয়োগপত্রে সই করিনি।
Topics
SSC Scam CBI Kalyanmoy Ganguly Administration Kolkata