Home সংবাদসিটি টকস CBI হেফাজতে পার্থ -কল্যাণময়কে, নির্দেশ আদালতের

CBI হেফাজতে পার্থ -কল্যাণময়কে, নির্দেশ আদালতের

CBI-এর আর্জিকেই মান্যতা দিল আলিপুর আদালত। SSC নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে CBI হেফাজতের নির্দেশ দিল কোর্ট

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: CBI-এর আর্জিকেই মান্যতা দিল আলিপুর আদালত। SSC নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে CBI হেফাজতের নির্দেশ দিল কোর্ট। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত পার্থকে CBI হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। পার্থর সঙ্গে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও।

শুক্রবার নিজের জামিন চেয়ে নিজে সওয়াল করেছেন পার্থ। তাঁর শারীরিক অবস্থার কথা বলার পাশাপাশি পার্থ তাঁর পারিবারিক গৌরবের কথাও তুলে ধরেন। আদালতকে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার কাকা প্রবাদপ্রতিম সাহিত্যিক ছিলেন। আমার মা-বাবা দু’জনেই ছিলেন উচ্চশিক্ষিত। আমি নিজে এমবিএ, ডক্টরেট। দীর্ঘদিন একটি নামী সংস্থায় উঁচু পদে চাকরি করেছি। আমায় জামিন দেওয়া হোক।’

পাল্টা জামিনের বিরোধিতা করে CBI আদালতে বলে, পার্থই SSC দুর্নীতির মাস্টারমাইন্ড। তিনিই এই অবৈধ নিয়োগে যুক্ত করেছিলেন শান্তিপ্রসাদ সিনহা, অশোক সরকার, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। বৃহস্পতিবার কল্যাণময়কে গ্রেফতার করেছিল CBI। এদিন তাঁকেও আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানায় CBI।
সওয়াল-জবাব শেষ হওয়ার পর রায়দান স্থগিত রেখেছিল আলিপুর কোর্ট। বিকেল চারটে নাগাদ পার্থ ও কল্যাণময়ের CBI হেফাজতের নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়ে কল্যাণময়, শান্তিপ্রসাদ সিনহাদের মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে CBI।

Topics

SSC Scam CBI Partha Chatterjee Administration  Kolkata

Related Articles

Leave a Comment