Home সংবাদসিটি টকস আদালতে হাজিরা পার্থ, জামিনের বিরোধিতা CBI আইনজীবীর

আদালতে হাজিরা পার্থ, জামিনের বিরোধিতা CBI আইনজীবীর

SSC নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার আদালতে হাজিরা পার্থর। সাথে ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কল্যানময় গঙ্গোপাধ্যায়ও।

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: SSC নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার আদালতে হাজিরা পার্থর। সাথে ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কল্যানময় গঙ্গোপাধ্যায়ও।

এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার একের পর এক হেভিওয়েট। প্রথমেই গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তারপরেই পার্থ চট্টোপাধ্যায় কে জেরা করে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তারপর এই গ্রেফতার করা হয় এসএসসি দুই কর্তা শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহা কে কিছুদিন আগে গ্রেফতার হন কল্যাণময় গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে আজ তাকে আলিপুর আদালতে আনা হয়েছে ।

সিবিআই আইনজীবী দাবি, “চারটি মামলা, প্রত্যেকটি নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত। আজ পার্থ চট্টোপাধ্যায় ও কল্যানময় গঙ্গোপাধ্যাযের CBI হেফাজতের মেয়াদ আরো বাড়ানোর আবেদন করছি। অভিযুক্তরা প্রভিশন অফ কোরাপশন এর মামলায় অভিযুক্ত। আরও নতুন ধারা যোগ করা হয়েছে তার কারণ প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য উঠে এসেছে।” সিবিআইয়ের এও দাবি, “পার্থ চট্টোপাধ্যায় ও কল্যানময় গঙ্গোপাধ্যায় তদন্তে সাহায্য করছেন না। বাকি যে দুজন জেল কাস্টাডি তে আছেন তাদের ক্ষেত্রে এই মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করার জন্য জুডিশিয়াল কাস্টডি দেওয়া হোক।” সিবিআই এর অভিযোগ যদি অভিযুক্তদের জামিন দেওয়া হয় তবে প্রমাণ লোপাটের সম্ভাবনা আছে। তদন্ত শুরু হবার আগে অশোক সাহা অনেক প্রমাণ নষ্ট করেছে বলে দাবি CBI-এর।

Topics

SSC Scam CBI Partha Chatterjee Administration Kolkata

Related Articles

Leave a Comment