Home সংবাদসিটি টকস সাত দিনের জেল হেফাজতে মিডম্যান প্রসন্ন

সাত দিনের জেল হেফাজতে মিডম্যান প্রসন্ন

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্নকুমার রায় কে সোমবার সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। 5 সেপ্টেম্বর পর্যন্ত CBI হেফাজতেই থাকবেন মধ্যস্থতাকারী প্রসন্ন রায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্নকুমার রায় কে সোমবার সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। 5 সেপ্টেম্বর পর্যন্ত CBI হেফাজতেই থাকবেন মধ্যস্থতাকারী প্রসন্ন রায়।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এর আগে গ্রেফতার করা হয়েছিল প্রদীপ সিং নামের এক মধ্যস্থতাকারীকে। এরপর জেরায় উঠে এসেছিল প্রসন্ন কুমার রায়ের নাম। শুক্রবার নিউটাউন থেকে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। তিনি মূলত মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করতেন। সিবিআই সূত্রে খবর, এরকম আরও বহু মধ্যস্থতাকারী ছাড়িয়ে রয়েছে। এরা চাকরিপ্রার্থী ও বিভিন্ন সরকারি আধিকারিক, নেতা মন্ত্রীদের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করতেন। সমস্ত আর্থিক লেনদেন এনাদের মাধ্যমেই হত।

পার্থ ঘনিষ্ঠ বলে পরিচিত প্রসন্নের সাথে যোগাযোগ ছিল এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এসপি সিনহার। সল্টলেকে ভাড়া গাড়ির সংস্থা চালাতেন প্রসন্ন রায়। তাঁর সংস্থার গাড়ি ব্যবহার করতেন এসপি সিনহা। সেই অফিসে কম্পিউটার অপারেটরেরও কাজ করতেন প্রদীপ সিং।

সিবিআই সূত্রে দাবি, ধৃত প্রসন্ন রায়কে জেরা করে আরো তথ্য পাওয়া যেতে পারে । সোমবার CBI প্রসন্ন রায়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে জেল হেফাজতের আর্জি জানায়।

শুনানি শেষে প্রসন্ন কুমার রায়ের আইনজীবী সুমিত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, “CBI এর সকল ভাবে সাহায্য করা হচ্ছে, তবুও অসহযোগিতার অভিযোগ সাত দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে।” তিনি এও বলেন, তদন্তের স্বার্থে প্রসন্ন কুমারের সঙ্গে দেখা করার অনুমতিও চান তিনি। যাতে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথি আদালতে পেশ করা সম্ভব হয়।

Topics

SSC Scam CBI Partha Chatterjee Administration Kolkata

Related Articles

Leave a Comment