কলকাতা টুডে ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৯ সেপ্টেম্বর CBI-র হাতে গ্রেফতার হন SSC-র প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। এবার তাঁর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের মার্কশিটের নম্বর অদলবদল করার অভিযোগ আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সোমবার, আলিপুরের বিশেষ CBI আদালতে এই মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন বিষ্ফোরক অভিযোগ তুলে সুবীরেশের জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন জানান CBI-এর আইনজীবী। আদালতের সওয়ালে আইনজীবী জানান, স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই-র হাতে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি এসেছে। তাই সেবিষয়ে আরও তদন্ত করা প্রয়োজন।
সেইসব নথিপত্র ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। CBI-এর দাবি, সুবীরেশের জামিন হয়ে গেলে তিনি সেইসব তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা করবেন। গোটা ঘটনাটি বৃহত্তর ষড়যন্ত্রের সাথে জড়িত বলে জানিয়েছেন গোয়েন্দা আধিকারিকরা।
CBI-এর এই অভিযোগ সম্পূর্ণ ভ্রান্ত বলে পাল্টা দাবি করেন সুবীরেশের আইনজীবী তমাল মুখোপাধ্যায়। তাঁর মতে, সুবীরেশ অসুস্থ। তাঁর ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে। বয়স এবং শিক্ষাগত যোগ্যতার বিচারে তাঁকে জামিন দেওয়া উচিত। তিনি জেলের খাবার খেতে পারছেন না। তাঁকে অবিলম্বে ‘ডায়েট চার্ট’ মেনে চলার অনুমতি দিক আদালত।
অভিযুক্তের আইনজীবী শারীরিক অসুস্থতার কারণে মক্কেলের জন্য জামিনের আবেদন করেন। দুপক্ষের সওয়াল শোনার পর আর্জি খারিজ করে তাঁকে জেল হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেন আলিপুর আদালতের বিচারক।আপাতত তাঁকে ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের বিচারকের। শুনানি শেষে আলিপুর কোর্ট থেকে সোজা প্রেসিডেন্সি জেলে পাঠানোর কথা সুবীরেশকে।