কলকাতা টুডে ব্যুরো:SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে পৌঁছয় সিবিআই। বুধবার ফ্ল্যাটটি সিল করে রেখে গিয়েছিলেন গোয়েন্দারা। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি থেকে সস্ত্রীক সুবীরেশবাবু কলকাতায় পৌঁছলে বিকেলে তাঁর বাড়িতে যান সিবিআইয়ের গোয়েন্দারা। সিল খুলে তল্লাশি শুরু করেন তাঁরা।
বাড়ি সিল থাকায় এর পর বালিগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে চলে যান তাঁরা। বিকেলে সেখান থেকে পৌঁছন বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাটে। তখনও সেখানে পৌঁছননি সিবিআই আধিকারিকরা। সেখানে পৌঁছন সিবিআইয়ের ৫ সদস্যের দল। সিল ভেঙে বাড়িতে ঢুকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।
বাঁশদ্রোণীর ফ্ল্যাটে ঢোকার আগে সুবীরেশবাবু সংবাদমাধ্যমকে বলেন, যেহেতু SSC-তে দুর্নীতি ধরা পড়েছে তাই নিয়ম করে সংস্থার সমস্ত আধিকারিকের বাড়িতে যাচ্ছেন গোয়েন্দারা। আমার বাড়িতেও তাঁরা নিয়ম পালন করতেই এসেছেন। আমার লুকানোর কিছু নেই। সিবিআই তল্লাশি করুক। আমি তাদের সম্পূর্ণ সাহায্য করব। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে রয়েছেন সুবীরেশবাবু।
Topics
SSC Scam CBI Subiresh Bhattcharya Administration Kolkata