Home সংবাদসিটি টকস SSC দুর্নীতি কাণ্ডে গ্রেফতার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য্য

SSC দুর্নীতি কাণ্ডে গ্রেফতার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য্য

SSC দুর্নীতি কাণ্ডে গ্রেফতার ফের এক SSC কর্তা। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য্যকে গ্রেফতার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: SSC দুর্নীতি কাণ্ডে গ্রেফতার ফের এক SSC কর্তা। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য্যকে গ্রেফতার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কর্মরত ছিলেন তিনি। এর আগে তার শিলিগুড়ি বাড়ি ও দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে হানা দেন CBI। বায়যাপ্ত করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক বসুর পর এইবার সিবিআইয়ের জালে সুবিরেশ ভট্টাচার্য। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরের ভট্টাচার্য কে সোমবার গ্রেফতার করলো CBI। এর আগে সুবিরেশ ভট্টাচার্য SSC চেয়ারম্যান থাকাকালীন বহু যোগ্য প্রার্থীর চাকরি হয়নি বলে অভিযোগ। যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের চাকরি হলো না কেন? সে ব্যাপারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সুবিরেশ ভট্টাচার্যকে। CBI সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে কোন সদুত্তর দিতে পারেনি সুবিরেশ ভট্টাচার্য সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পর শারীরিক পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে।

Topics

SSC Scam  CBI Subiresh Bhattcharya Administration Kolkata

Related Articles

Leave a Comment