কলকাতা টুডে ব্যুরো: সোমবারই এসসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে। তিনি স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। সোমবার সিবিআই-এর হাতে গ্রেফতার হন তিনি। মঙ্গলবার সুবীরেশ ভট্টাচার্যকে পেশ করা হয়েছিল আদালতে। বিচারক তাঁর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। সিবিআই-এর তরফে এদিন আদালতে জানানো হয়েছে, ৩০০ জন চাকরিপ্রার্থীর নম্বর বদলানো হয়েছিল এবং তা করেছিলেন সুবীরেশ। সিবিআই-এর দাবি, আপাতত ৩০০ জনের নাম পাওয়া গিয়েছে। মার্কশিটে নম্বর বদল করা হয়েছিল। নম্বর বাড়ানো হয়েছিল মার্কশিটে। পরবর্তীতে এই মার্কশিট দিয়ে রিকমেন্ডেশন লেটার দেওয়া হয়।
সুবীরেশের আইনজীবী তমালকান্তি মুখোপাধ্যায় বলেন, ‘‘ওঁর ২৬ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজত হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় আইনজীবী থাকার আবেদন করা হয়েছে। এ নিয়ে এখনও কোনও নির্দেশ আদালত দেয়নি, রায় স্থগিত রাখা হয়েছে।’’
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, চাকরিপ্রার্থীদের নম্বর পাল্টেছিলেন সুবীরেশ। জিজ্ঞাসাবাদের সময় বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তিনি। নিয়োগ দুর্নীতির সঙ্গে মানি ট্রেল খুঁজে বের করা দরকার বলেও আদালতে জানানো হয় সিবিআই-এর তরফে। এই মামলায় আগেই শান্তিপ্রসাদ সিনহা, প্রসন্ন রায়, প্রদীপ সিংহকে গ্রেফতরা করা হয়েছে বেলও জানানো হয়। সিবিআই-এর তরফে সুবীরেশকে ১০ দিনের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়। অন্যদিকে সুবীরেশের আইনজীবী তমাল মুখোপাধ্যায়ের পাল্টা যুক্তি ছিল, “কোন সময়ে এই দুর্নীতি হয়েছে, তা নির্দিষ্ট করেনি সিবিআই। এই কমিশনের কোনও অফিস নেই। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলাই কাজ।”
Topics
SSC Scam CBI Subiresh Bhattcharya Administration Kolkata