Home সংবাদসিটি টকস আলিপুর আদালতে ধৃত উপাচার্য সুবীরেশ, কি বললেন আইনজীবী?

আলিপুর আদালতে ধৃত উপাচার্য সুবীরেশ, কি বললেন আইনজীবী?

SSC নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্য কে গ্রেফতার করেছে CBI। মঙ্গলবার সকালে সুবীরেশ ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য তারপর সেখান থেকে নিয়ে আসা হয় আলিপুর আদালতে। ২৬ তারিখ পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: SSC নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্য কে গ্রেফতার করেছে CBI। মঙ্গলবার সকালে সুবীরেশ ভট্টাচার্যকে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য তারপর সেখান থেকে নিয়ে আসা হয় আলিপুর আদালতে। ২৬ তারিখ পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিন আদালত থেকে বেরিয়ে সুবীর ভট্টাচার্যের আইনজীবী জানান, ‘ সুবীরেশ বাবুর বয়স হয়েছে। তিনি আগেও তল্লাশি এবং জিজ্ঞাসাবাদে সাহায্য করেছে হাজিরা দিয়েছে। তার বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। সুবীরেশ বাবু যৌথভাবে কাজ করতো এককভাবে কাজ করতো না। কিছু করতে হলে ওপরের পারমিশন নিতে হত। তার সময় কোন দুর্নীতি হয়নি তাকে বেল দেওয়া হোক।’ আইনজীবী প্রশ্ন, ‘তিনি তদন্ত প্রক্রিয়াতে সাহায্য করেছে তাও কেনো হঠাৎ করে তাকে গ্রেফতার করা হল।’

প্রসঙ্গত, সোমবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল সুবীরেশকে। সেখানেই জিজ্ঞাসাবাদের পর সন্তোষজনক উত্তর না পাওয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তার কিছুদিন আগে নিজের কলকাতা ফ্লাটের ছাদে দাঁড়িয়ে এই সুবিরেশী দাবি করেছিলেন তার আমলে শিক্ষক নিয়োগে কোন দুর্নীতি হয়নি। সেই দিন তার বাঁশদ্রোণীর ফ্ল্যাট সিল করেছিলেন CBI আধিকারিকরা।

Topics

SSC Scam CBI Subiresh Bhattcharya Administration Kolkata

Related Articles

Leave a Comment