Home সংবাদসিটি টকস নিয়োগ দুর্নীতিতে বামেদের নিশানা মমতার

নিয়োগ দুর্নীতিতে বামেদের নিশানা মমতার

নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ চলছিল অনেক দিন ধরেই। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর কার্যত নয়া মোড় নেয় এই নিয়োগ দুর্নীতি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ চলছিল অনেক দিন ধরেই। তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর কার্যত নয়া মোড় নেয় এই নিয়োগ দুর্নীতি। তারপরই শুরু হয় একের পর এক তথ্য উদঘাটন। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন এসএসসি-র প্রাক্তন কর্তা, কেলেঙ্কারির ‘মিডলম্যান’ সহ অনেকেই। রাজ্য রাজনীতি যখন সেই ইস্যুতে তোলপাড়, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, বাম আমলের কোনও কাগজই নেই। তৃণমূল সরকারের আমলে নথিপত্র আছে বলেই ভুল ধরা পড়ছে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার শিক্ষা-রত্ন সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে বামেদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন তিনি।

এ দিন দুর্নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথাও উল্লেখ করেন মমতা। তাঁর দাবি, বাম আমলে নাকি বুদ্ধবাবু বলেছিলেন, ‘চোরেদের মন্ত্রিসভায় থাকব না।’ একদিকে যখন রাজ্যের বিরোধী দল তৃণমূলকে ‘চোরেদের সরকার’ বলে কটাক্ষ করছে, তখন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।

তিনি আরও বলেন, বাম আমলের কোনও আলমারি, কোনও ফাইল খুঁজে পাওয়া যায় না বলেই মন্তব্য করেছেন তিনি। মমতার দাবি, সপিএম তলে যাওয়ার পরও নানা কর বলেন, ‘সিপিএম আমলের একটা কাগজ, একটা আলমারি পাবেন না। কাগজ আছে বলেই তো ভুলটা ধরতে পারছেন। ওদের আমলের কোনও কাগজ নেই। আমরা কোনও কাগজ, ফাইল, আলমারি পাইনি। আমরা কিচ্ছু দেখতে পাইনি।’

Topics

SSC Scam ED Mamata Banerjee  Partha Chatterjee Administration Kolkata

Related Articles

Leave a Comment