Home সংবাদসিটি টকস জামিনের আর্জি খারিজ, ১৪ দিনের ED হেফাজতে মানিক ভট্টাচার্য

জামিনের আর্জি খারিজ, ১৪ দিনের ED হেফাজতে মানিক ভট্টাচার্য

প্রাথমিক নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে মানিক ভট্টাচার্যকে ১৪ দিনের ED হেফাজতে পাঠাল আদালত। মঙ্গলবার মানিকের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে মানিক ভট্টাচার্যকে ১৪ দিনের ED হেফাজতে পাঠাল আদালত। মঙ্গলবার মানিকের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। মঙ্গলবার সকালে মানিকের গ্রেফতারির খবর জানায় ED। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। তারপর তাকে আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করার সময় মানিককে উদ্দেশ করে জুতো উঁচু করে ‘চোর চোর’ রব তোলে উপস্থিত জনতা।

এদিন আদালতে মানিককে পেশ করে ED দাবি করে, তদন্তে সহযোগিতা করছেন না মানিকবাবু। দীর্ঘদিন ধরে তাঁর কাছে সম্পত্তি সংক্রান্ত যাবতীয় নথি চাইছেন গোয়েন্দারা। কিন্তু সব নথি এখনো জমা দেননি তিনি। নথি খতিয়ে দেখে নিয়োগ দুর্নীতির টাকা কোথায় গেল তা জানা সম্ভব। এছাড়া প্রাথমিক নিয়োগ দুর্নীতির টাকা আর কার কার কাছে পৌঁছেছে তা জানতেও জেরা দরকার মানিক ভট্টাচার্যকে।

আদালতে ED জানায়, মানিক ভট্টাচার্যের ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ কোটি ৬৮ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। এই টাকার উৎস এখনও স্পষ্ট নয়। মানিকবাবুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে নতুন তথ্য জানা যেতে পারে বলে দাবি করেন ইডির আইনজীবী।

দুপক্ষের সওয়াল জবাব শুনে মানিকবাবুকে সর্বোচ্চ ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর পর মানিকবাবুকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ইডির গোয়েন্দারা।

Related Articles

Leave a Comment