কলকাতা টুডে ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ED-এর হাতে। আর এবার তাঁর আরও একটি অফিসে সাতসকালে তল্লাশি অভিযান চালাল ইডি আধিকারিকদের একটি দল। মহিষবাথানে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠের নামে থাকা একটি টিচার্স ট্রেনিং সেন্টারে শনিবার এসে উপস্থিত হন তাঁরা।আর তারপর তালা ভেঙে ওই অফিসে তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর।
ED আধিকারিকদের অনুমান, এই টিচার্স ট্রেনিং সেন্টারের সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনো না কোনো যোগসূত্র থাকতে পারে। আর সেই যোগসূত্রকে খুঁজে পেতেই এদিন মহিষবাথানে ভাড়া নেওয়া এই টিচার্স ট্রেনিং সেন্টারে এসে উপস্থিত হন তাঁরা । স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মহিষবাথানের একটি বাড়িতে ওই টিচার্স ট্রেনিং সেন্টারটি চালানো হতো। সেটি মানিক ভট্টাচার্যের এক ঘনিষ্ঠের নামে ভাড়া নেওয়া হয়েছে। ঘনিষ্ঠের নামে ভাড়া নেওয়া হলেও এই অফিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন মানিক, এমনটাই আশঙ্কা করছেন ইডি আধিকারিকরা। যদিও বাড়িওয়ালার দাবি, দীর্ঘদিন ধরে ভাড়া বাকি রাখা হয়েছে এই টিচার্স ট্রেনিং সেন্টারের।