Home সংবাদসিটি টকস ফের Manik Bhattacharya-কে তলব ED-র

ফের Manik Bhattacharya-কে তলব ED-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:ফের মানিক ভট্টাচার্যকে তলব ইডির। গত সোমবারও ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। আগামী সপ্তাহে ফের তলব করা হল তাঁকে।

নিয়োগ দুর্নীতি মামলায়এর আগেই তাঁকে সিবিআই তলব করেছিল। কিন্তু সেবার হাজিরা এড়িয়ে যান মানিক। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির গত ২৭ জুলাই মানিক ভট্টাচার্যকে তলব করে ইডি। আদৌ তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে একটা সংশয় ছিলই। তবে দেখা যায় নির্দিষ্ট সময়ের আগেই সিজিও কম্পলেক্সে পৌঁছে যান মানিক ভট্টাচার্য।

পরবর্তীতে গত সোমবারও তদন্তকারীদের মুখোমুখি হন মানিক ভট্টাচার্য। প্রায় ৪ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। এবার ফের মানিকবাবুকে তলব করল ইডি। আগামী সোমবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলেই খবর।

Topics

SSC Scam  ED  Manik Bhattcharya Administration Kolkata

Related Articles

Leave a Comment