Home Uncategorized দেড় কোটির প্রিমিয়াম দিতেন পার্থ, চার্জশিটে দাবী ED-র

দেড় কোটির প্রিমিয়াম দিতেন পার্থ, চার্জশিটে দাবী ED-র

প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ১৭২ পাতার চার্জশিট পেশ করে ED। সোমবার ব্যাঙ্কশাল আদালতে সেই চার্জশিট পেশ করা হয়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ১৭২ পাতার চার্জশিট পেশ করে ED। সোমবার ব্যাঙ্কশাল আদালতে সেই চার্জশিট পেশ করা হয়। ইডির পেশ করা চার্জশিটে অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি জীবনবিমার উল্লেখ করা হয়েছে। আর সেই ৩১টি জীবনবিমার প্রিমিয়াম দেড় কোটি টাকা। ৩১ বিমার মধ্যে বেশিরভাগেরই প্রিমিয়াম ৫০ হাজার টাকা। এবং কয়েকটি বিমার প্রিমিয়াম ৪৫ হাজার টাকা বলে জানা যাচ্ছে। পার্থ চটোপাধ্যায়ের মোবাইলের ফরেন্সিক পরীক্ষা করানোর পর এই তথ্য সামনে এসেছে বলে জানা যাচ্ছে।

ব্যাঙ্কের থেকে যে সকল নথি ইডি পেয়েছিল সেই সমস্ত নথির সঙ্গেও বিমার প্রিমিয়ামেরও তথ্য মিলেছে বলে ED-র দাবি। এর আগে ED তরফে আদালতে জানানো হয়েছিল যে, অর্পিতার এই ৩১ প্রিয়িয়াম বাবদ ব্যাঙ্কে টাকা জমা দিতেন পার্থ চট্টোপাধ্যায়। এবার চার্জশিটে সেই তথ্য উল্লেখ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হল যে মোট দেড় কোটি টাকা ব্যাঙ্কে জমা করা হত।

গোয়েন্দা সূত্রে খবর, প্রথমে পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইল বাজেয়াপ্ত করা হয়। তারপর তা পাঠানো হয় সিএফএসএল-এ। তারপর সেখান থেকে মুছে ফেলা তথ্য সংগ্রহ করা হয়। সেখানে দেখা যায়, প্রাক্তন মন্ত্রীর মোবাইলে বিমার টাকা জমা পড়ার এসএমএস। এরপর যে ব্যাঙ্কগুলিতে বিমা করা হয়েছিল গোয়েন্দারা সেই ব্যাঙ্কগুলিতে যোগাযোগ করেন। চাওয়া হয় নথি। সেগুলি পরীক্ষা করে দেখা হয় যে টাকা দিতেন পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে LIC গুলি রয়েছে। বিগত সাত বছর ধরে জমা পড়ছে LIC প্রিমিয়াম।

Topics

SSC Scam ED Partha Chatterjee  Administration Kolkata

Related Articles

Leave a Comment