Home সংবাদসিটি টকস ‘ শিক্ষামন্ত্রী ভবিষ্যতকে শিক্ষা দিল চুরি কর, দুর্নীতি কর’ বললেন অধীর রঞ্জন চৌধুরী

‘ শিক্ষামন্ত্রী ভবিষ্যতকে শিক্ষা দিল চুরি কর, দুর্নীতি কর’ বললেন অধীর রঞ্জন চৌধুরী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় | রাতভর ইডি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পাওয়া যাবতীয় নথি পরীক্ষা-নিরিক্ষা করে গিয়েছে | পার্থ  ঘনিষ্টের বাড়ি থেকে কুড়ি কোটি টাকা উদ্ধার হয়েছে |

জাতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এ বিষয়ে  প্রতিক্রিয়া দেন  | দিদির দলের বাটুল দি গ্রেট পার্থ , তিনি একজন চোর বলে কটাক্ষ করেন অধীর | ‘ শিক্ষামন্ত্রী ভবিষ্যত কে শিক্ষা দিল চুরি কর, দুর্নীতি কর’ বললেন  অধীর রঞ্জন চৌধুরী | শিক্ষামন্ত্রী  চুরির সাথে চোরের মাল নিজের কাছে না রাখার শিক্ষা দিয়েছেন বলে কটাক্ষ করে অধীর | পার্থ হল চুনোপুঁটি, বড় বড় রুই কাতলা ঘুরে বেড়াচ্ছে বলে কটাক্ষ করে অধীর।

Topics

SSC Scam ED  Partha Chstterjee  Administration Kolkata

Related Articles

Leave a Comment