Home সংবাদবর্তমান আপডেট ১ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ পার্থ ‘ঘনিষ্ঠ ‘ Arpita Mukherjee-কে

১ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ পার্থ ‘ঘনিষ্ঠ ‘ Arpita Mukherjee-কে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে Arpita Mukherjeeএকদিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।

শুক্রবার অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ৯০ লক্ষ নগদ। সঙ্গে প্রচুর সোনার গয়না ও বৈদেশিক মুদ্রা। শনিবার বিকেলে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির সময় অর্পিতা দাবি করেন, সব বিজেপির চক্রান্ত।

শুনানির সময় আদালতে ইডি বলে অর্পিতার বাড়ি থেকে যে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে তার সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি প্রাক্তন অভিনেত্রী। তাঁর বাড়ি থেকে আলিবাবার বাক্সের মত গয়নার বাস্ক উদ্ধার হয়েছে। কিন্তু কোথা থেকে এই সম্পত্তি এসেছে তার কোনও উত্তর দিতে পারছে না অর্পিতা। পাশাপাশি তদন্তকারীদের আইনজীবী আরও জানিয়েছেন, অর্পিতা তদন্তে কোনও রকম সহযোগিতা করছে না।

Topics

SSC Scam  ED  Partha Chatterjee Administration  Kolkata

Related Articles

Leave a Comment