কলকাতা টুডে ব্যুরো:সোমবার ফের আদালতে তোলা হবে অর্পিতা মুখার্জিকে ।হেফাজতে চাওয়া হবে। খবর ইডি সূত্রে। অন্যদিকে, সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার ফের অর্পিতার মেডিক্যাল পরীক্ষা হবে। তারপর পেশ করা হবে আদালতে।
Topics
SSC Scam ED Partha Chatterjee SSKM AIIMS Administration Kolkata