কলকাতা টুডে ব্যুরো:জোকার ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্যপরীক্ষার পর বের করা হল অর্পিতাকে। এর পর তাঁকে আদালতে তোলা হবে। সোমবার ফের আদালতে তোলা হবে অর্পিতা মুখার্জিকে ।হেফাজতে চাওয়া হবে। তার আগে অর্পিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হল ইএসআই হাসপাতালে। খবর ইডি সূত্রে। অন্যদিকে, সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার ফের অর্পিতার মেডিক্যাল পরীক্ষা হবে। তারপর পেশ করা হবে আদালতে।
পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রথমে নগদ ২১ কোটি ৯০ লক্ষ নগদ টাকা পাওয়া গিয়েছিল। পরে সময় যত এগিয়েছে, আরও ধন-রত্নের। বৈদেশিক মুদ্রা থেকে সোনার গহনা কী নেই সেখানে!
এরপরই, শনিবার বিকেল নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে অর্পিতাকে তুলে নিয়ে যায় ইডি আধিকারিকরা। আবাসনের বাইরে তখন উপচে পড়েছে সাংবাদিক-চিত্রগ্রাহক-পুলিশ-কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষের ভিড়।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata