কলকাতা টুডে ব্যুরো:ভুবনেশ্বর থেকে কলকাতায় এলেন পার্থ চট্টোপাধ্যায়। বিমানবন্দর থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হল বিধাননগরের সিজিও কমপ্লেক্সে। সেখানে ইডির জেরার মুখোমুখি হবেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়।
সোমবার সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই নিজের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “যদি কেউ অন্যায় করে থাকে, বিচারে প্রমাণিত হয়, তার দায়িত্ব সে নিজে নেবে। কারন গভর্নমেন্টও এর সঙ্গে রিলেটেড নয় এবং পার্টির সঙ্গেও ওই মহিলার কোনও সম্পর্ক নেই”। তিনি আরও বলেন তিনি একটি প্যান্ডেলে যান পুজর উদ্বোধনে। সেখানে কে ছিলেন তা তাঁর জানার কথা নয়। সেখানে কোনও মহিলা ছিলেন এবং তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বন্ধু সেটা তাঁর জানার কথা নয় কারন তিনি ভগবান নন বলেও জানিয়েছেন দলনেত্রি।
সেই প্রসঙ্গে বিমানবন্দরে নামার পরেই জিজ্ঞেস করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। বিধ্বস্ত পার্থ চট্টোপাধ্যায় বিমানবন্দরেই জানিয়ে দেন দলনেত্রি ঠিকই বলেছেন।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata