Home সংবাদসিটি টকস ‘হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে,’ পার্থ-র গ্রেফতারি পর শাসকদলকে খোঁচা দিয়ে পোস্ট Suvendu Adhikary-র

‘হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে,’ পার্থ-র গ্রেফতারি পর শাসকদলকে খোঁচা দিয়ে পোস্ট Suvendu Adhikary-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে।পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার পর শাসক দলকে খোঁচা দিয়ে শুভেন্দু লেখেন, হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের সোশাল মিডিয়ায় লিখেছেন, ”একটি প্রজন্মকে প্রতারিত হতে হয়েছে। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা ক্লাসরুমের জায়গায়, পথে বসে প্রতিবাদ আন্দোলন করতে বাধ্য হয়েছে। তাদের চোখের জল বৃথা যাবে না।”

তিনি আরও লেখেন,” যোগ্য প্রার্থীদের আবেদন বিবেচনা করে মহামান্য কলকাতা হাইকোর্ট যে তদন্ত প্রক্রিয়ার নির্দেশ দেন, তার প্রভাব পড়তে শুরু হয়েছে। মহামান্য হাইকোর্ট কে আমার কৃতজ্ঞতা জানাই। আইনি পদক্ষেপের ফল সবেমাত্র পাওয়া শুরু হয়েছে। হিমশৈলের চূড়া সবেমাত্র দৃশ্যমান হয়েছে।”

Topics

SSC Scam ED  Partha Chatterjee Administration Kolkata

Related Articles

Leave a Comment