কলকাতা টুডে ব্যুরো:রথতলায় অর্পিতার ক্লাব টাউনের ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকেছে ইডি। টাকা গোনার জন্য ৫ ব্যাঙ্ককর্মী আনছে ইডি, খবর সূত্রের। আনা হয়েছে টাকা গোনার আধুনিক মেশিন। প্রতি ৩ সেকেন্ডে ১০০ নোট গুনতে পারে এই মেশিন। সূত্রের খবর, ৮ বালিগঞ্জ প্লেস ইস্টেও লকার খোলার চেষ্টা ইডির।
টাকার পরিমাণ এতটাই বিপুল যে, টাকা গুনতে ব্যাংক থেকে এক বিপুল ধরনের মেশিন আনা হয়েছে। যাতে একবারে অনেকটা পরিমাণ টাকা গোনা সম্ভব হয়।এছাড়া মিলেছে গয়না, সোনার বার এবং জমির দলিল।
বেলঘড়িয়ার নবাব আব্দুল লতিফ স্ট্রিটে দেওয়ান পাড়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতেও যান ইডির তদন্তকারীরা। তিনটে গাড়ি নিয়ে ওই বাড়িতে যান তাঁরা। প্রথমে ধৃতের মায়ের সঙ্গে আধিকারীকদের কথা কাটাকাটি হয়। তিনি ইডিকে ঢুকতে দিতে চাননি। পরে মহিলাকে বোঝানোর চেষ্টা করেন আধিকারীকরা। এরপর অফিসারদের ভিতরে ঢুকতে দেন মহিলা।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata