Home সংবাদবর্তমান আপডেট আমার কোনও টাকা নয়,’ ফের দাবি করলেন পার্থ

আমার কোনও টাকা নয়,’ ফের দাবি করলেন পার্থ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:ফের বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায় Partha Chatterjee। রবিবার তাঁরে সল্টেলেকের CGO কমপ্লেক্স থেকে জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মুখ খুললেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায়ের সাফ বক্তব্য, “আমার কোনও টাকা নয়।” পাশাপাশি গতদিনে বলা তাঁর ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সময় এলেই সব বোঝা যাবে।” একইসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “আমার শরীর ভালো নেই।”

তাঁর এই বিস্ফোরক মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

সল্টলেক থেকে গ্রিন করিডরের মাধ্যমে জোকা ESI হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে । আদালতের নির্দেশ অনুযায়ী ৪৮ ঘণ্টা অন্তর অন্তর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে দু’জনেরই। গতদিন অর্পিতাকে অঝোরে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল। কিন্তু, এদিন তিনি স্বাভাবিক ছিলেন। যদিও সংবাদমাধ্যমের সামনে কোনও প্রশ্নের উত্তর দেননি অর্পিতা। হুইলচেয়ার এদিন ব্যবহার করতে দেখা যায়নি তাঁকে। গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালে ঢোকেন অর্পিতা মুখোপাধ্যায়।

Topics

SSC Scam  ED Partha Chatterjee Administration Kolkata

 

Related Articles

Leave a Comment