Home সংবাদসিটি টকস পার্থ -অর্পিতাকে আদালতে তোলার প্রস্তুতি কর্তাদের, ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ED

পার্থ -অর্পিতাকে আদালতে তোলার প্রস্তুতি কর্তাদের, ফের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ED

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পার্থ-অর্পিতাকে সি জিও কমপ্লেক্স থেকে বের করে আদালতের উদ্দেশ্যে নিয়ে বের হলেন ইডি আধিকারিকরা। বুধবার ফের তাদেরকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন ইডি কর্তারা বলে জানা যাচ্ছে।

ইডি সূত্রে খবর এই দশদিনে পার্থকে অনেক প্রশ্ন করা হলেও সন্তোষজনক উত্তর মেলেনি। জানা গিয়েছে, পার্থ ইডিকে ইঙ্গিত দিয়েছেন সময় এলেই সব বলবেন। কিন্তু দশদিনের হেফাজতে সেই ‘সময়’ আসেনি বলেই ইডি সূত্রে খবর। সেক্ষেত্রে সঠিক সময়ের জন্য, ইডি আদালতে আরও সময় চাইতে পারে।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে গত ২৩ এপ্রিল গ্রেফতার করে ইডির তদন্তকারীরা। তার আগে টানা ২৭ ঘণ্টা ধরে চলে পার্থের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। সেখান থেকেই অর্পিতার নামে থাকা বেশ কিছু সম্পত্তির নথি পেয়ে ইডি তল্লাশি শুরু করে অর্পিতার ফ্ল্যাটে। সেখান থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। এমনকি, রাজ্যের শিক্ষা দফতরের খামও। ইডি জানায়, অর্পিতা পার্থের ‘ঘনিষ্ঠ’। এবং এসএসসি দুর্নীতিতেও জড়িত। এর পরই পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করে জেরা করার জন্য ১০দিনের হেফাজতে নেয় ইডি। যার মেয়াদ শেষ হচ্ছে বুধবার।

Topics

SSC Scam  ED  Partha Chatterjee Administration  Kolkata

Related Articles

Leave a Comment