কলকাতা টুডে ব্যুরো:খবরের শিরোনামে এখন একটাই নাম। অর্পিতা মুখার্জি। যার বাড়ি থেকে বলিউড সিনেমার মতো উদ্ধার হল কুড়ি কোটি টাকা। তারপর থেকেই খবরের শিরোনামে শুধুই অর্পিতা আর অর্পিতা।শুক্রবার রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য প্রাথমিক শিক্ষা বোর্ডে নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালায় ইডি। সেই অভিযান চালানোর সময় নগদ উদ্ধার করা হয়। তবে কে এই অর্পিতা?
রাজ্যের মন্ত্রী, তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। শুক্রবার তাঁর বাড়ি থেকে প্রায় ২০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে বলে অভিযোগ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সেই টাকা উদ্ধার করেছে বলে খবর।
গ্ল্যামার দুনিয়া দিয়ে কেরিয়ার শুরু করেন অর্পিতা। বেশ কিছু তামিল সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ওডিশার কিছু সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। পরে তিনি পা রেখেছিলেন টলিউডেও। দু’একটি সিনেমাতেও কাজ করেন তিনি। গত কয়েক বছর ধরে শহরের একটি নামী পুজোর বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। সেই পুজোর হয়ে বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি, সূত্রের খবর এমনটাই। গত কয়েক বছর ধরে দক্ষিণ কলকাতায় ডায়মন্ড সিটি সাউথে একটি বিলাসবহুল ফ্ল্যাটেই থাকছিলেন তিনি।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata