কলকাতা টুডে ব্যুরো: সংশোধনাগারে রাত কাটালেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতের নির্দেশ মতো গত কাল রাতেই তাঁকে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। সেখানে ২২ নম্বর ওয়ার্ডের ২ নম্বর কেবিনে রাখা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সেই ঘরে একটি মাত্র সিলিং ফ্যান রয়েছে। জেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আর পাঁচ-জন সাধারণ বন্দির মতোই রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে।
জেলের ওয়ার্ড নম্বর ২-এর যে ঘরে রাখা হয়েছে পার্থকে, সেটিকে আগে থেকেই পরিচ্ছন্ন করে রাখা হয়েছিল। সূত্রের খবর, ধবধবে কোনও বিছানা নয়, সাধারণ চাদরেই শুতে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে।রাতে রুটি, ডাল-সবজি খেয়েছেন পার্থ। ওষুধও খেয়েছেন সময়মতো।
শনিবার সকালে প্রাতরাশে ছিল অন্যান্য বন্দিদের মতোই চা আর বাটার টোস্ট। তবে আজ, শনিবার যদি পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের তরফে কেউ তাঁর সঙ্গে দেখা করতে চান, তাহলে সেই ব্যবস্থা থাকছে। পরিবারের কেউ এসে খাবার দিতে চাইলে দিতে পারেন, দিতে পারেন পোশাকও। এর বাইরে আর কোনও সুবিধা আপাতত পাবেন না পার্থ।
দেদার আরাম অতীত। বাকিদের মতো তিনিও এখন জেলবন্দি। তাই বাড়ির বিলাসিতা স্বাভাবিকভাবেই জুটছে না পার্থ চট্টোপাধ্যায়ের। এসির ঠাণ্ডা বাতাস ছেড়ে এখন ফ্যানের হাওয়াতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দিন কয়েক আগেই প্রাক্তন হয়ে যাওয়া রাজ্যের দাপুটে এই মন্ত্রীকে। অন্যদিকে, তাঁর ঘনিষ্ঠ অর্পিতাও জেলে পাচ্ছেন সাধারণ ‘ট্রিটমেন্ট’। জেলের ভাতেই পেট ভরাচ্ছেন পার্থ ঘনিষ্ঠ এই মহিলা।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata