কলকাতা টুডে ব্যুরো:১৪ দিনের জেল হেফাজত শেষ, পার্থ-অর্পিতাকে ফের আদালতে পেশ। জামিনের আবেদন করলেন পার্থ চট্টোপাধ্যায়।তবে এদিন জামিনের আবেদন করলেন না অর্পিতা মুখোপাধ্যায়।
অগস্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আবেদনে সাড়া দিয়ে পার্থ এবং অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিশেষ আদালতের বিচারক জীবনকুমার সাধু। বৃহস্পতিবারই তাঁদের জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছে।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের অপসারিত মহাসচিবকে আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হয়েছিল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অর্পিতাকে রাখা হয়েছিল আলিপুর মহিলা সংশোধনাগারে। সেখানে তাদের আলাদা করে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা। অর্পিতার বেলঘরিয়া এবং ডায়মন্ড সিটির ফ্ল্যাটে এট বিপুল পরিমাণ অর্থের উৎস কী, তা জানতে চান ইডি-র আধিকারিকরা। বুধবারের জিজ্ঞাসাবাদে পার্থর কাছ থেকে এই বিষয়ে সদুত্তর না মিললেও, অর্পিতা জেরার মুখে জানান পার্থ এবং তাঁর ঘনিষ্ঠ কয়েক জন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত ছিলেন।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata