Home সংবাদসিটি টকস পার্থ-অর্পিতার ভার্চুয়ালি শুনানি মঞ্জুর করল বিশেষ আদালত

পার্থ-অর্পিতার ভার্চুয়ালি শুনানি মঞ্জুর করল বিশেষ আদালত

এই চিঠিটি লিখেছিলেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার। চিঠিতে তিনি লেখেন, ‘সশরীরে হাজিরা দিতে হলে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার বড় সমস্যা দেখা দিতে পারে।

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:­এই চিঠিটি লিখেছিলেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার। চিঠিতে তিনি লেখেন, ‘সশরীরে হাজিরা দিতে হলে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার বড় সমস্যা দেখা দিতে পারে। তাই যদি ভার্চুয়াল মাধ্যমে শুনানির ব্যবস্থা করা হয় তাহলে নিরাপত্তা থেকে আইনশৃঙ্খলা বজায় থাকবে।’‌ এই চিঠি পেয়ে সবদিক বিচার করে আবেদন মঞ্জুর করে বিশেষ আদালত।

এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তারির পর থেকে একাধিকবার তাঁদের হাসপাতালে ও আদালতে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিক্ষেত্রে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে। তা সত্ত্বেও চলতি মাসের শুরুতে জোকা ইএসআই হাসপাতালে এক মহিলা জুতো ছুঁডে়ছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে। আদালতে তোলা ও হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বারবার বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হয়েছে। ফলে পার্থ-অর্পিতার নিরাপত্তা নিয়ে সংশয় ছিলই। সেই কারণে প্রেসিডেন্সি জেলের তরফে আদালতে ভারচুয়াল শুনানির আরজি জানানো হয়।

Topics

SSC Scam ED Partha Chatterjee Administration  Kolkata

Related Articles

Leave a Comment