Home সংবাদসিটি টকস শারীরিক অসুস্থতার কারণে জামিনের আর্জি পার্থর আইনজীবীর

শারীরিক অসুস্থতার কারণে জামিনের আর্জি পার্থর আইনজীবীর

SSC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর কেটে গিয়েছে ৬ সপ্তাহ। জেলের কুঠুরিতে বন্দি থেকেই কেটেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: SSC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর কেটে গিয়েছে ৬ সপ্তাহ। জেলের কুঠুরিতে বন্দি থেকেই কেটেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বুধবার সেই পার্থ আইনজীবীদের মাধ্যমে আদালতকে বললেন, দরকারে বাড়িতেই বন্দি হয়ে থাকবেন তিনি, কিন্তু তিনি যেকোনও মূল্যে জামিন চাইছেন।

বুধবার পার্থ এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ভার্চুয়াল শুনানি হয় আদালতে। শুনানিতে অর্পিতার আইনজীবীরা জামিন না চাইলেও পার্থের জন্য জামিন চান আইনজীবীরা। আদালতকে পার্থের হয়ে তাঁরা বলেন, ‘‘পার্থ অসুস্থ। তিনি আর প্রভাবশালী নন। কোনও পদেও নেই। তা ছাড়া তাঁর বাড়ি থেকেও কিছু পাওয়া যায়নি। তাঁর জামিন পেতে অসুবিধা হওয়ার কথা নয়। তাঁকে জামিন দেওয়া হোক।’’ কিন্তু পার্থের আইনজীবীদের এই যুক্তির পাল্টা ইডির আইনজীবী বলেন, আরও ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। ১০০টি অ্যাকাউন্ট রয়েছে আতশকাচের তলায়। সুতরাং পার্থকে জামিন দেওয়া যাবে না। আদালতে আইনজীবীর মাধ্যমে পার্থের আবেদন, তিনি যে কোনও মূল্যে জামিন চাইছেন। তিনি অসুস্থ। দরকারে তাঁকে বাড়িতে নজরবন্দি করে রাখা হোক। তাঁর চিকিৎসা প্রয়োজন। দরকারে বাড়িতে তাঁকে রেখে সেই চিকিৎসা করা হোক।

Topics

SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata

Related Articles

Leave a Comment