কলকাতা টুডে ব্যুরো:দু’দিনের ইডি হেফাজত পার্থ চট্টোপাধ্যায়ের। সোমবার বিশেষ ইডি আদালতে পেশ করার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি। যদিও মাত্র দু’দিনের হেফাজত দিয়েছে আদালত।
শুক্রবার সকাল ৭টা নাগাদ পার্থের নাকতলার বাড়িতে গিয়েছিলেন ইডির আধিকারিকেরা। শনিবার সকাল ১০টা নাগাদ তাঁরা পার্থকে গ্রেফতার করেন। অর্থাৎ, টানা প্রায় ২৭ ঘণ্টা জেরার পর। পার্থ তদন্তে ‘সহযোগিতা’ করছিলেন না বলেই তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে। যা সাধারণত কোনও অভিযুক্তকে গ্রেফতার করার কারণ হিসাবে দেখানো হয়।
মন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হওয়ার পর পার্থকে গ্রেফতার না-করে উপায় ছিল না। কারণ, অর্পিতা ইডির জেরায় পরিষ্কার জানিয়েছিলেন, ওই টাকা পার্থই তাঁকে রাখতে দিয়েছিলেন। তার পরে ইডির আধিকারিকরা আরও আটঘাট বেঁধে পার্থকে জেরা করা শুরু করেন।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata