কলকাতা টুডে ব্যুরো: জামিনের আর্জি খারিজ করে ফের ১৪ দিনের জেল হেফাজত দিল আদালত। একইসঙ্গে বহাল রইল অনলাইনে ভার্চুয়াল হাজিরার নির্দেশও। পাশাপাশি, আদালত এটাও বলেছে যে প্রয়োজনে জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি। ১৪ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।
বুধবার জামিন চেয়ে পার্থ চট্টোপাধ্য়ায়ও বলেন, তাঁর নামে কোনও ফার্ম হাউজ নেই। তাঁর পরিবারের কোনও সদস্যেরও নাম নেই। এদিন যে কোনও মূল্যে জামিনের আর্জি জানান পার্থ। নিজেকে অসুস্থ বলে দাবি করে পার্থ চট্টোপাধ্য়ায় এদিন আদালতে স্পষ্ট জানান যে, তাঁর এখন আর কোনও পদ নেই। তিনি প্রভাবশালীও নন। তাঁর চিকিৎসা দরকার। বাড়িতে থেকেই চিকিৎসা চালানোর আর্জি জানান তিনি। পাশাপাশি, আরও বলেন, আদালত মনে করলে, তাঁকে বাড়িতে নজরবন্দি করে রাখুক। আদালতে সশীরের হাজিরার অনুমতি চান তিনি। পার্থ বলেন, ‘আদালতে সশরীরে হাজির হওয়া আমার মৌলিক অধিকার।’যদিও তাঁর সেই আবেদনও গ্রাহ্য হয়নি।
যদিও অর্পিতা মুখোপাধ্য়ায়ের জামিনের জন্য এদিন কোনও আবেদন জানানো হয়নি। তবে অর্পিতা মুখোপাধ্য়ায়ও এদিন সশরীরে হাজিরার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন।সেই আবেদনও গ্রাহ্য হয়নি।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata