Home সংবাদসিটি টকস অমর্ত্য, অভিজিৎ বিনায়কের কাছে বঙ্গবিভূষণ বয়কটের আর্জি, পার্থর গ্রেফতারিতে সরব সুজন

অমর্ত্য, অভিজিৎ বিনায়কের কাছে বঙ্গবিভূষণ বয়কটের আর্জি, পার্থর গ্রেফতারিতে সরব সুজন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:SSC মামলায় পার্থ গ্রেফতার হতেই ময়দানে সিপিএম। বিশিষ্টদের কাছে বঙ্গবিভূষণ বয়কটের আর্জি তাঁর। অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন সুজন চক্রবর্তীর। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আবেদন জানান সুজন।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারীর পর সরব সিপিএম। ইতিমধ্যেই ধর্না মঞ্চে পৌঁছেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পাশাপাশি মঞ্চে পৌঁছে রাজ্য সরকারের তীক্ষ্ণ সমালোচনা করেছেন সুজন চক্রবর্তী।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শনিবার সকালে পার্থবাবুর গ্রেফতারির খবর প্রকাশ্যে এলে তিনি প্রশ্ন, “এবার কি সিজিও কমপ্লেক্সের সামনে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী? নইলে বুঝব উনি ধরা পড়ে যাবেন বলে ভয় পেয়েছেন”।

Topics

SSC Scam  ED  Partha Chatterjee Administration Kolkata

Related Articles

Leave a Comment