কলকাতা টুডে ব্যুরো:দলের ভরাডুবি বাঁচাতে পার্থ চট্টোপাধ্যায়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে দিলীপ ঘোষ সরাসরি তৃণমূলকে আক্রমণ করলেন।
তিনি শনিবার সাংবাদিকদের বলেন, আসলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা কোনও সিদ্ধান্ত নিতে চাননি। তৃণমূলের দলের অন্দরে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে, সেই কারণে মমতাকে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি এই সিদ্ধান্ত নিতে চাননি, সইও করেননি। সেই কারণেই পার্থকে সরানোর সিদ্ধান্ত নিতে সাতদিন সময় লেগেছে। এত দিন সিদ্ধান্ত নিতে সময় লাগার পিছনেই আসল রহস্য লুকিয়ে আছে বলে ইঙ্গিত করেছেন দিলীপ।
দিলীপ এ দিন বলেছেন, এখন পার্থ চট্টোপাধ্যায়ের বলার দিন শেষ হয়ে এসেছে। ভয় দেখানো, চমকানো, ধমকানোর দিন এখন শেষ। এখন মানুষ বলবে যা বলার, ইডি বলবে, বাকিটা আদালত বলবে।
Topics
SSC Scam ED Partha Chatterjee Dilip Ghosh BJP Administration Kolkata