কলকাতা টুডে ব্যুরো:”কারা ষড়যন্ত্র করেছে তা বলুক পার্থবাবু।” পার্থ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের পর পাল্টা বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন আগে তো অভিযোগ করা হয়েছিল যে বিজেপি এবং সিবিআই ঈদে তাদের বিরুদ্ধে চক্রান্ত করছে তার কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায় বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। এদিন শারীরিক পরীক্ষার জন্য পার্থ অর্পিতাকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাংবাদিকদের উদ্দেশ্য করে পার্থ চট্টোপাধ্যায় বলেন “আমি ষড়যন্ত্রের শিকার “তারপরে বিতর্কের ঝড় উঠছে রাজনৈতিক মহলে।
হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। গাড়ি থেকে নামতে চাইছিলেন না অর্পিতা। কান্নায় ভেঙে পড়েন অর্পিতা।
অর্পিতা কে হুইলচেয়ারে করে তদন্তকারীরা টেনে হেঁচড়ে হাসপাতালের ভেতরে ঢোকান। পার্থ চট্টোপাধ্যায় কেউ হুইলচেয়ারে করে হাসপাতালে ঢোকানো হয়।
Topics
SSC Scam ED Partha Chatterjee Dilip Ghosh BJP TMC Administration Kolkata