Home সংবাদবর্তমান আপডেট ‘এই টাকা আমার নয়,’ বিস্ফোরক দাবি অর্পিতার, হাসপাতালে পার্থকে লক্ষ্য করে জুতো

‘এই টাকা আমার নয়,’ বিস্ফোরক দাবি অর্পিতার, হাসপাতালে পার্থকে লক্ষ্য করে জুতো

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা কার? এই প্রশ্নেরই উত্তর খুঁজছিল ইডি৷ এরই মধ্যে এ দিন সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়৷ জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল টেস্ট করাতে ঢোকার সময় সংবাদমাধ্যমের সামনেই অর্পিতা স্পষ্ট বললেন, ‘এই টাকা আমার নয়৷ আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে আমার ঘরে টাকা ঢোকানো হয়েছে৷’
যদিও কে সেই টাকা রেখেছে সে বিষয়ে কিছু বলার সুযোগ পাননি অর্পিতা৷

অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় বাইশ কোটি টাকা৷ অন্যদিকে রথতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২৭ কোটি টাকারও বেশি৷ হেফাজতে নেওয়ার পর থেকেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে টাকার উৎস জানার চেষ্টা করছে ইডি৷ যদিও পার্থ বা অর্পিতা কেউই এই প্রশ্নের জবাব দেননি বলে ইডি সূত্রে খবর৷ সূত্রের আরও দাবি, প্রথম থেকেই ইডি-র সামনে অর্পিতা দাবি করে আসছেন, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হলেও ওই টাকা তাঁর নয়৷

রবিবার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়া-আসার পথে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ‘যখের ধন’তাঁর নয়। মঙ্গলবার ইএসআই হাসপাতালে ঢোকার পথে অর্পিতা মুখোপাধ্যায়ও বললেন,’টাকা আমার নয়’।
আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পর ডাক্তারি পরীক্ষার জন্য ফের জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। সেখানে পার্থকে সাংবাদিকরা প্রশ্ন করলে এ দিন আর মুখ খোলেননি

পার্থ চট্টেপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়লেন এক মহিলা। মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতাল থেকে পার্থের স্বাস্থ্য পরীক্ষা করে বেরোনোর সময় তাঁর গাড়ির দিকে জুতো ছোড়েন ওই মহিলা। যদিও জুতো পার্থের গায়ে লাগেনি। তাঁর গাড়িতে লেগেই পড়ে যায়।
ওই মহিলার নাম শুভ্রা ঘড়ুই। তাঁর বাড়ি আমতলায়। তাঁর ছোড়া জুতো পার্থের গায়ে না লাগায় মহিলার আফসোস, ‘‘জুতোটা ওর মাথায় লাগলে শান্তি পেতাম।’’

মেডিক্যাল পরীক্ষা করাতে জোকায় নিয়ে আসা হয়েছিল তাঁকে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন ওই মহিলাও। পার্থকে দেখা মাত্রই তিনি নিজের পা থেকে দু’পাটি জুতো খুলে পর পর ছুড়ে মারেন পার্থকে লক্ষ্য করে। পার্থ অবশ্য তখন গাড়িতে। পরে ওই মহিলা বলেন, ‘‘ওঁদের কোটি কোটি টাকা। কলকাতার একাধিক জায়গায় ফ্ল্যাট কিনেছে। বড় গাড়ি করে হাসপাতালে আসছে। এতে আমাদের সমস্যা হচ্ছে। আমরা ঠিক মতো ডাক্তার দেখাতে পারছি না। তাই জন্যই জুতো ছুড়েছি। জুতোটা ওর মাথায় লাগলে শান্তি পেতাম।’’

অন্যদিকে ইডি কর্তারা মঙ্গলবার শের শহর জুড়ে বিভিন্ন জায়গায় এই তদন্তে ম্যারাথন তল্লাশি অভিযান চালান।

Topics

SSC Scam  ED  Partha Chatterjee  ESI Hospital  Administration Kolkata

Related Articles

Leave a Comment