কলকাতা টুডে ব্যুরো: পার্থ -অর্পিতার দুই দিনের ED-র হেফাজতের মেয়াদ শেষ শুক্রবার ফের চাঁদের আদালতে পেশ করা হবে। তার আগে শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে বের করে পার্থর পিতাকে শারীরিক পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
অন্যদিকে শুক্রবার তাঁদের (পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতার) ED হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার প্রায় আড়াই ঘণ্টার বেশি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা।
বৃহস্পতিবার প্রথম দফায় দুজনকে আলাদা করার জিজ্ঞাসাবাদ করা হয়। মুখোমুখি জিজ্ঞাসাবাদেও পার্থ চট্টোপাধ্যায় সেইভাবে সহযোগিতা করেনননি বলে জানা গিয়েছে ইডি সূত্রে। একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে চুপ করে বসে ছিলেন পার্থ।