‘কলকাতা টুডে ব্যুরো:”আমি আর পারছি না, আমি আর পারছিনা।” শারীরিক পরীক্ষার পর জোকার এসআই হাসপাতাল থেকে বের করার সময় সংবাদমাধ্যমের উদ্দেশ্যে একথাই বললেন অর্পিতা মুখোপাধ্যায়। এদিন তাকে হাসপাতালে পিছনের গেট দিয়ে বের করা হয়। বেরোনোর সময়ও যথেষ্ট বিধ্বস্ত দেখাচ্ছিল অর্পিতাকে। বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন তিনি।
শুক্রবার পার্থ অর্পিতার রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য ফেরত তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। জোক আই এস আই হাসপাতালে ঢোকার সময় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অর্পিতা হাসপাতালে ঢুকতে চাইছিলেন না গাড়িতেই কান্নায় ভেঙে পড়ছিলেন বারবার। কার্যত তাকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামান ইডি আধিকারিকরা।
শহরের অর্পিতা দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার করেছেন তারপরেই এই সূত্র ধরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করে ইডি।
Topics
SSC Scam ED Partha Chatterjee ESI Hospital Administration Kolkata