Home সংবাদবর্তমান আপডেট ভুবনেশ্বর এইমস-এ পৌঁছলেন Partha Chatterjee

ভুবনেশ্বর এইমস-এ পৌঁছলেন Partha Chatterjee

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:ভুবনেশ্বর এইমস-এ পৌঁছলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।ভুবনেশ্বর বিমানবন্দরে নেমে অবশ্য পার্থ চট্টোপাধ্যায় ইঙ্গিত দিলেন, বুকে ব্যথার সমস্যায় ভুগছেন তিনি।

শনিবার রাতে পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের কাছেও বুকে ব্যথার সমস্যার কথা জানিয়েছিলেন৷ তাঁর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে বলেও জানান রাজ্যের এই শীর্ষ মন্ত্রী৷ পার্থ চট্টোপাধ্যায়ের রক্তে ক্রিয়েটিনিনের মাত্রাও বেশি ছিল বলে খবর৷

শুক্রবার থেকে টানা প্রায় ২৭ ঘণ্টা জেরার মুখোমুখি হতে হয় রাজ্যের প্রবীণ এই মন্ত্রীকে৷ তার পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি৷ এর পর শনিবারই ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয় তৃণমূলের মহাসচিবকে৷ একদিন এসএসকেএম হাসপাতালে কাটানোর পরই সোমবার সাত সকালে ফের ভুবনেশ্বর রওনা৷

Topics

SSC Scam  ED  Partha Chstterjee  SSKM AIIMS Administration Kolkata

Related Articles

Leave a Comment