Home সংবাদবর্তমান ঘটনা অভিযোগ থাকলে বিজেপিতে কাউকে রেয়াত করেনা, তৃণমূলে সেই রীতি নেই?’ মন্তব্য Dilip Ghosh-এর

অভিযোগ থাকলে বিজেপিতে কাউকে রেয়াত করেনা, তৃণমূলে সেই রীতি নেই?’ মন্তব্য Dilip Ghosh-এর

by Kolkata Today

‘কলকাতা টুডে ব্যুরো:”মদন মিত্র সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তৃণমূলে সেই রীতিই নেই। কিন্তু অভিযোগ থাকলে বিজেপিতে কাউকে রেয়াত করা হয়না,” পার্থ চট্টোপাধ্যায় এর গ্রেফতারের ঘটনা টেনে এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ দাবি করেন, মদন মিত্র জেলে যাওয়া সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। নাম না করে বিজেপি সাংসদ বলেন, যাঁরা দীর্ঘদিন ধরে ভুবনেশ্বরে ছিলেন, তাঁদেরও পদ যায়নি। তৃণমূলে সেই কালচার নেই। অথচ এক হাওয়ালা কারবারির ডায়েরিতে নাম থাকায় আডবাণী পদত্যাগ করেছিলেন, ভোটেও লড়েননি। বিজেপি সেটা করে দেখিয়েছে। অর্থাৎ দিলীপের দাবি, অভিযোগ থাকলে গেরুয়া শিবিরের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ভুবনেশ্বরে গেলে তৃণমূলকর্মীদের ‘উৎপাত’ বন্ধ হবে, তাই জিজ্ঞাসাবাদ করতে সুবিধা হবে। চিকিৎসকরাও ইডির আধিকারিকদের সঙ্গে সহায়তা করেন না বলে মন্তব্য করেছেন তিনি।

Topics

SSC Scam  ED  Partha Chatterjee  SSKM AIIMS Administration Kolkata

Related Articles

Leave a Comment