কলকাতা টুডে ব্যুরো:পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করল না ভুবনেশ্বর এইমস।সোমবারই দ্রুত ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট দিল ভুবনেশ্বর এইমস। রিপোর্ট দেওয়া হল মেডিক্যাল অফিসার, পার্থর আইনজীবীকে।
এদিন ভুবনেশ্বর এইমসে স্পেশাল কেবিনে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। প্রথমে জরুরি বিভাগে আনা হয়।ভুবনেশ্বর এইমস-এ পৌঁছন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।ভুবনেশ্বর বিমানবন্দরে নেমে অবশ্য পার্থ চট্টোপাধ্যায় ইঙ্গিত দেন, বুকে ব্যথার সমস্যায় ভুগছেন তিনি।
শনিবার রাতে পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের কাছেও বুকে ব্যথার সমস্যার কথা জানিয়েছিলেন৷ তাঁর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে বলেও জানান রাজ্যের এই শীর্ষ মন্ত্রী৷ পার্থ চট্টোপাধ্যায়ের রক্তে ক্রিয়েটিনিনের মাত্রাও বেশি ছিল বলে খবর৷
শুক্রবার থেকে টানা প্রায় ২৭ ঘণ্টা জেরার মুখোমুখি হতে হয় রাজ্যের প্রবীণ এই মন্ত্রীকে৷ তার পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি৷ এর পর শনিবারই ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয় তৃণমূলের মহাসচিবকে৷ একদিন এসএসকেএম হাসপাতালে কাটানোর পরই সোমবার সাত সকালে ফের ভুবনেশ্বর রওনা৷
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata