কলকাতা টুডে ব্যুরো:টানা ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ১টা ৫৫-য় গ্রেফতার। আদালতে ২ দিনের ইডি হেফাজত। পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা, SSKM হাসপাতালের ICCU’র ১৮ নম্বর বেডে ভর্তি হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
পরে SSKM হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর চিকিৎসার জন্য ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
বর্তমানে চিকিত্সক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সূত্রের খবর, মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকরা। সেই বোর্ডে কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ছাড়াও, রয়েছেন, এন্ডক্রিনোলজিস্ট শুভঙ্কর চৌধুরী, নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী।
শারীরিক অসুস্থতার জন্য শনিবার ব্যাঙ্কশাল আদালতে পার্থের আইনজীবী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে SSKM হাসপাতালে ভরতির আর্জি জানান। যদিও জোকার ESI হাসপাতাল বা আলিপুরের কমান্ড হাসপাতালে ভরতির পক্ষে সওয়াল করেন ED-র আইনজীবী। শেষপর্যন্ত পার্থকে SSKM আনার নির্দেশ দেয় আদালত।
Topics
SSC Scam ED Partha Chstterjee SSKM Hospital Administration Kolkata