Home সংবাদসিটি টকস নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি” গ্রেফতারির পর প্রথমবার মুখ খুললেন পার্থ

নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি” গ্রেফতারির পর প্রথমবার মুখ খুললেন পার্থ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শুক্রবার সকাল থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে ফোন ব্যবহার করতে দেওয়া হয়নি। এদিকে প্রায় ২৭ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর ইডি আজ সকালে গ্রেফতার করে পার্থবাবুকে। তাঁকে যখন ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় পার্থবাবু জানান, তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

ESI থেকে বেরিয়েই পার্থ বলেন,”নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি”।
অন্যদিকে এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকে আটক করল ইডি। সুকান্ত SSC-র উপদেষ্টা কমিটির সদস্য। নিউ ব্যারাকপুরের বাড়ি থেকে তাঁকে আটক করে ইডি। নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।

SSC দুর্নীতি মামলায় ED-র হাতে মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থর হাতে রয়েছে শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও পরিষদীয় দফতর। SSC দুর্নীতি মামলার সূত্র ধরেই পার্থর গ্রেফতারি।

Related Articles

Leave a Comment